DHAKA International 10K

Where Every Step Tells a Story!

AIMS ইভেন্ট: Dhaka International 10K রান

AIMS ইভেন্ট: Dhaka International 10K রান

‘ঢাকা ইন্টারন্যাশনাল ১০কি.মি.’ আনুষ্ঠানিকভাবে AIMS (অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল ম্যারাথন এবং ডিসট্যান্স রেসেস) এর সদস্যপদ লাভ করেছে। এই মর্যাদাপূর্ণ সদস্যপদ রানিংয়ে একটি বিশ্বব্যাপী কেন্দ্র হিসাবে আমাদের অবস্থানকে আরও সুদৃঢ় করে।

আমাদের পেশাদারিত্ব, অভিজ্ঞতা এবং শৈল্পিকতাকে ব্যবহার করে নিশ্চিত করতে চাই যে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ১০কি.মি.’ ইভেন্টেটিকে আমরা স্মরণীয় করতে চলেছি। আসুন, ১১ এপ্রিল ২০২৫, শুক্রবার, ঢাকার হাতিরঝিল সকল অংশগ্রহণকারীদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা তৈরির লক্ষ্যে একসাথে এগিয়ে চলি। ইভেন্টের বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।

‘বরিশাল ম্যারাথন’ ইতোপূর্বে ২০২২ সালে এইমস সার্টিফাইড ইভেন্ট আয়োজনের মধ্যে দিয়ে দেশের প্রথম বেসরকারি ম্যারাথন (৪২.১৯৫ কি.মি.) পরিচালনা করেছিল। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী উদ্যোগ হলেও আমরা নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে পেশাদারীত্ব নিয়েই স্থানীয় রানিং কমিউনিটির বিকাশে কাজ করে চলেছি। এই উদ্যোগ কোনভাবেই দেশের অন্য কোন ইভেন্টের সাথে প্রতিযোাগিতামূলক মনোভাব পোষণের আয়োজন নয়, বরং এই প্রতিযোগিতা নিজেদের প্রতিটি অতীত ইভেন্টের সাথে, যা আগামীর সম্ভাবনাময় বিকাশের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
ইভেন্ট লিংক: https://www.facebook.com/events/1449227779039299

AIMS হল একটি বিশ্বব্যাপী জোট, যা ১২০ টি দেশ ও অঞ্চলের প্রায় ৪৭০টিরও বেশি মর্যাদাপূর্ণ দীর্ঘ-দূরত্বের ইভেন্টের সংগঠকদের নিয়ে গঠিত। ১৯৮২ সালে ২৮টি সদস্য নিয়ে প্রতিষ্ঠার পর থেকেই বিশ্বব্যাপী ম্যারাথন এবং দীর্ঘ-দূরত্বের রোড রেস সংগঠকদের মধ্যে জ্ঞান এবং দক্ষতা বিনিময়কে উৎসাহিত করার জন্য AIMS কাজ করে চলেছে। রুটের সঠিক দূরত্ব পরিমাপ করা, বিশ্ব রেকর্ডের স্বীকৃতি প্রদান এবং ম্যারাথনের শুদ্ধ চর্চা বজায় রাখতে ও রোড রেসের অর্জনসমূহকে তুলে ধরার কাজে সহায়তার জন্য ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ফেডারেশন (WA) এর সাথে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এইমস ক্যালেন্ডার লিংক: https://aims-worldrunning.org/races/10428.html

Published on: Thursday, 1 August 2024, 09:20 pm | Last update: Friday, 1 November 2024, 11:42 pm | Total views: 480.

Leave A Comment

DHAKA International 10K

Where Every Step Tells a Story!