দারিদ্র্য ও সংকটের বিরুদ্ধে জয়ী এক শিশু রানার মারওয়া হাসান
September 14, 2024DHAKA International 10K
Where Every Step Tells a Story!
২য় বরিশাল ম্যারাথন আয়োজন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
“২য় বরিশাল ম্যারাথন ২০২২” আয়োজনের বিস্তারিত নিয়ে গত ১১ ডিসেম্বর ২০২১ খ্রি. শনিবার, সকাল ১১টায় কীর্তনখোলা মিলনায়তন, আর্যলক্ষ্মী ভবন, ৯৯ সদর রোড, বরিশাল-এ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজক সংগঠন কসমিক কালচারের সাধারণ সম্পাদক ও রেস ডিরেক্টর যোয়েল কর্মকার গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্খিত ছিলেন কসমিক কালচারের সভাপতি ড. অনীশ মণ্ডল, কোষাধ্যক্ষ সন্দীপ সাহা ও ট্রাস্টি সদস্য আতাউর রহমান। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়।
Published on: Sunday, 23 January 2022, 10:41 pm | Not updated since Sunday, 23 January 2022, 10:41 pm | Total views: 858.
DHAKA International 10K
Where Every Step Tells a Story!